অগ্নি রায়

 মেয়েটি রোজ চিতাভস্ম থেকে

 অগ্নি রায়

 


 যে মেয়েটি অনন্তকাল এক লহমায়

 মানবজন্ম ঝলসে ওঠা চকিতপ্রমাণ,

 যে কন্ঠ সমুদ্র হল ঢেউ নবাগতা, 

 সব পথ মিশেছে আজ ঝড়ের সন্ধানে।   


 শাসকের রক্তচোখ, শোষকের নখ,

 পিঠে নিয়ে নারীটি আজ মেতেছে বিক্ষোভ,

 সাহস ছিল ছোঁয়াচে তাই আগুনের মতো

 দগ্ধ করতে সমুদ্যত খাদকের লোভ। 


 সে পেরোলো পুকুর ঘাট, শাদামাটা বাড়ি

 ছোট গলি, বহুতল, অভিজাত ভিটে,

 রাতের আলপনাটি জানে পথের হদিশ  

 সে পথেই কল্লোলিনী তিলোত্তমা হাঁটে।   


 একটি, দুটি, সহস্র প্রাণ, রাত জাগা পাখি

 তুমিও জাগো হে মন, নয়তো অকস্মাৎ

 কানের উপর কবে উঠে যাবে জল

 আসবে না বাঁচাতে কন্যা কখনও দৈবাৎ।


 মেয়েটি চিতাভস্ম থেকে উঠে আসছে রোজ

 বুকের মধ্যে বারুদ আর শ্লোগানের ভাষা, 

 পুরুষাঘাতে ছিন্ন, তবু আলোর মতন

 চেয়ে দ্যাখো কেটে যাচ্ছে জমানো কুয়াশা।


পাঠকের মতামতঃ